Oppo A15s

5.00 out of 5
(1 customer review)

oppo
is the
best
budget frindly
camera phone
in the
world

1 review for Oppo A15s

  1. 5 out of 5

    মোঃ জাকারিয়া

    আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমি মোঃ জাকারিয়া Oppo A15 s মডেলের স্মার্ট ফোন ব্যবহার করছি। এই ফোনটি আমি দেড় বছর আগে আমার প্রান প্রিয় শহর গাইবান্ধায় আরাফা টেলিকম থেকে ক্রয় করেছি। ফোনটি কেনার পর থেকে এখন পর্যন্ত ব্যাবহার করা কালীন কখনো কোনো সমস্যা ফিল করি নাই। বরং ফোনটি ব্যবহার করে এতটাই ভালো সার্ভিস পাচ্ছি যা আমার চাওয়ার থেকেও বেশি পাওয়া হচ্ছে। ফোনটির ক্যামেরা 📷 অনেক সুন্দর এবং ক্লিয়ার ভাবে ফটোগ্রাফী করা যায়। সুন্দর ছবি তোলা মানেই Oppo মোবাইল এর ক্যামেরা 📷 ফাস্ট। বিশেষ করে মোবাইল এর চার্জ নিয়ে কোনো টেনশন করতে হয় না। চার্জ অনেক ভালো যায়। মোবাইল গরম হওয়ার কোনো টেনশন নেই। আমি সারাদিন নেট চালাই তার পরেও কখনো গরম হয় নাই। বিশেষ করে আমি এই ফোনটি দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি এবং অনলাইনে ইনকাম করি আলহামদুলিল্লাহ। আমার ফোনের Ram 4gb & ROM 64 gb আলহামদুলিল্লাহ ৪/৬৪ এর ফোন চালিয়ে অনেক ভালো সার্ভিস পাচ্ছি এবং অনলাইনে কাজ করে ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ । সর্বোপরি আমি সবাইকে বলতে চাই আপনারও Oppo মডেলের ফোন ব্যবহার করেন অনেক ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের প্রানের শহর গাইবান্ধায় আরাফা টেলিকম থেকে আমাদের সবার পরিচিত জামিল ভাই আমাদের কে অনেক ভালো সেবা দিয়ে যাচ্ছে সবসময় ভালো মানের মোবাইল ফোন ক্রেতাদের দিয়ে থাকেন। এক কথায় বলতে হয় আপনি গাইবান্ধা শহর থেকে ভালো মানের মোবাইল ফোন কিনতে চান তাহলে বলবো আপনি আরাফা টেলিকম এ জামিল ভাই এর কাছে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো মানের মোবাইল ফোন পাবেন ভালো সেবা পাবেন। জামিল ভাই ক্রেতাদের অনেক সুন্দর সুন্দর গিফট্ করে থাকেন এজন্য জামিল ভাই কে জানাই অসংখ্য ধন্যবাদ।

Add a review